Breaking News
Loading...

যারা ইন্টারনেটে প্রায়ই বসেন তাদের জন্য আমার নতুন প্রয়াস…

বন্ধুরা ঈদের অগ্রিম শুভেচ্ছা। এই রমজান আমার পুরোটা কেটেছে রাতে না ঘুমিয়ে। প্রায় প্রতিটা রাতেই আমি ছিলাম নির্ঘুম। আমি ওয়েবসাইট ডেভেলপার নই। কিন্তু রাত জেগে জেগে এই রোজার মাসে একটি ওয়েবসাইট বানিয়েছি। ইন্টারনেট জগতের বন্ধুরা যারা ইন্টারনেটে পত্রিকা পড়েন আশা করি এই সাইটটি কাজে লাগবে। সাইটটির নাম দিয়েছি অলমিডিয়ালিঙ্ক

এখানে আপনি পাবেন সব ধরনের মিডিয়ার সব লিঙ্ক। আপনি যদি কোনো মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন তাহলে তা খুব সহজেই http://adf.ly/EnZ0N -এ সাবমিট করতে পারেন। ধীরে ধীরে আরও অনেক মিডিয়া এমনকি সব ব্লগ ও জব্স মিডিয়াও যুক্ত হবে এই সাইটে।
আপনাদের সুচিন্তিত মতামত আর সহযোগিতা কামনা করছি। একজন সাংবাদিক হিসেবে এ ধরনের একটি সাইট করার খুব তাগিদ অনুভব করছিলাম। ‍সাইটটি ভিজিট করার পর যদি ভালো লাগে তবে দয়া করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment