আসা করি সবাই ভালো আছেন। আজকে চমৎকার একটি বিষয় নিয়ে লিখা হচ্ছে। আসা করি অনেকেই এর প্রতি আগ্রহ পোষণ করিবেন। সহজভাবে বলতে গেলে বলা যায়, ফিজিক্যাল রাউটার ছাড়াই সফটওয়্যারের মাধ্যামে রাউটারে সুবিধা ভোগ করাটাই হলো Virtual Router । ধরে নেওয়া হচ্ছে আপনাদের কমপক্ষে বেসিক নেটওয়ার্কি এবং মাক্রোসফট উইন্ডোজ সম্পর্কে ধারণা আছে।
[B]যে সকল জিনিস প্রয়োজন হবে তার তালিকাঃ[/B]
১। ইন্টারনেট কানেশন
২। ওয়্যারলেস ল্যান যুক্ত কম্পিউটার
৩। win xp, vista বা win7 OS
[B]সুবিধাসমূহঃ[/B]
১। ফিজিক্যাল রাউটারের বা একসেস পয়েন্ট ক্রয় করতে হবে না।
২। একটি নেট কানেশন দিয়ে একাধিক ডিভাইস এ নেট শেয়ারিং।
৩। তার বা ওয়্যারের প্রয়োজন নেই।
গুনগান তো অনেক করা হলো এবার আসনু কাজে নেমে পড়ি।
√ প্রথমেই আপনার ওয়্যারলেস ল্যান কার্ডটি সেটআপ করে নিন।
√ যদি আপনি বিল্টইন ওয়্যারলেস ল্যাড কার্ড ব্যবহার করেন (ল্যাপটপে বিল্ট ইন থাকে) তাহলে অতিরিক্ত ওয়্যারলেস ল্যান কার্ড এর প্রয়োজন নেই।
হাল আমলের নতুন ও . এস . windows 7 এ যেভাবে কনফিগার করতে হয়ঃ
→ Start এ ক্লিক করে cmd টাইপ করুন এবং cmd.exe এর উপর ডান বাটনে ক্লিক করে Rus as administrator মুডে তা চালূ করুন।
→ এবার নিচের কমান্ড লাইনটি টাইপ করুন।
→ netsh wlan set hostednetwork mode=allow ssid=microqatar key=qazwsx123 টাইপ করে এন্টার দিন।
→ এবার নিচের মত করে কমান্ড টাইপ করে এন্টার দিন netsh wlan start hostednetwork
এবার Control Panel > Network and Internet > Network and Sharing Centre > Change Adapter Settings, এ ডান বাটন এ ক্লিক করে internet connection and select Properties. এর Sharing tab, হতে “Allow other network users to connect…” চেক বক্স এ ক্লিক এবং choose your virtual Wi-Fi adaptor এর সেটিং গুলো ঠিক করে নিন।
[B]Vista তে কনফিগার করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুনঃ[/B]
# নেটওয়ার্ক কানেশন আইকনে ডান বাটনে ক্লিক করে Connect to a network এ কি্লক করুন।
# এবার setup a connection or network এ ক্লিক করুন।
# Set up an ad hoc connection এ ক্লিক করুন।
# এবার আপনার ইচ্ছানুযায়ী নেটওর্য়াক এর জন্য একটি নাম টাউপ করুন। যেমনঃ microqatar, এবং যদি পার্সওয়ার্ড ব্যবহার করতে চান তাহলে তা নিধারন করে পার্সওয়াড দিন।
# এবার Next বাটনে ক্লিক করে Ok বাটনে ক্লিক করুন।
[B]Win XP তে কনফিগার করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুনঃ[/B]
# Control panel হতে network and internet connection এ ক্লিক করে Network connections এ ক্লিক করুন বা সরা সরি টাস্কবারে অবস্হিত নেটওর্য়াক কানেশন আইকনে ডান বাটনে ক্লিক করে open network কানেশন এ ক্লিক করুন।
# আপনার ওয়্যারলেস নেট কানেশন আইকনে ডান বাটনে ক্লিক করে সেটির properties অপেন করুন এবং wireless network tab এর add বাটনে ক্লিক করুন।
# এবার association tab এর network name (SSID) তে আপনি একটি নাম টাইপ করুন। যেমনঃ microqatar এবং পাসওয়ার্ড ব্যবহার করতে চাইলে network Authentication , Data encryption, network key ব্যবহার করুন। কাজ শেষে Ok বাটনে ক্লিক করুন।
এখন ওয়্যারলেসযুক্ত ডিভাইস ( কম্পিউটার, মোবাইল, গেইসম ইত্যাদি) এ ওয়াই ফাই সার্চ দিন, কানেক্ট করুন এবং পাওয়ার্ড দিয়ে ব্যবহার শুরু করুন Virtual Router