আপনারা অনেকেই গুরুত্বপূর্ণ ফাইল / ফোল্ডার লক করার জন্য বিভিন্ন Folder lock software ব্যাবহার করেন ।তাই আজ আমি আপনাদের সাথে এটি ”ফোল্ডার লক” সফটওয়্যার শেয়ার করব। এটি ফাইল নিরাপত্তার জন্য একটি অত্যন্ত শক্তিশালী সিকিউরিটি সফটওয়্যার । এটির প্রাইজ $49.95 ডলার হলেও আমি আপনাদের দিচ্ছি এক দম ফী। মানে লাইসেন্স কী সহ। এই ফোল্ডার লক দিয়ে আপনারা USB ফ্ল্যাশ ড্রাইভ, ডিস্ক CD-RWs, নোটবুক,হার্ড ডিস্ক এবং আপনার ফাইল রক্ষা করতে পারবেন। তাহলে আপনার ফাইল আর কেউ খুজেই পাবে না। কিন্তু এই সফটওয়্যার uninstall করলে ফাইল আর আনলক করা যাবে না।
Features:
- Encrypt Files
- Make Wallets
- Protect USB / CD
- Password Security
- Auto Protection
- Hack Security
- Shred Files
- Lock Files
- Backup Online