Breaking News
Loading...

এন্ড্রয়েড মোবাইলের জন্য ২১০০০+ শব্দের সেরা ‘English টু বাংলা’ ডিকশনারি ব্যবহার করুন আর ফিদা হয়ে যান!!

অ্যান্ড্রয়েডের যুগে মোবাইলে বাংলা ডিকশনারি থাকবে না তা কি করে হয়। কিছু বাংলা মোবাইল ডিকশনারি পাওয়া যায় কিন্তু শব্দসংখ্যা খুবই কম। তবে এই ডিকশনারি যদি ব্যবহার করেন তাহলে মোবাইলে কম্পিউটারের মত শক্তিশালী একটি ইংলিশ টু বাংলা ডিকশনারির স্বাধ পেয়ে যাবেন।
English-Bangla dictionary নামের এই চমৎকার ডিকশনারিতে প্রায় ২১০০০+ শব্দ আছে। এমনকি সব শব্দের বাংলা উচ্চারণসহ বিস্তারিত অর্থ আছে। Barron’s GRE Word list সুবিধাও রয়েছে। অন্য যে কোন ডিকশনারি থেকে এটা যে সেরা তা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন।

এক নজরে সকল ফিচারঃ

  • অফলাইন অর্থাৎ ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে।
  • Barron’s GRE ওয়ার্ড লিস্ট সুবিধা রয়েছে।
  • অটো কমপ্লিশন ওয়ার্ড সুবিধা রয়েছে।
  • বাংলা উচ্চারণও শব্দের পাশে রয়েছে।
  • ২১০০০+ সংখ্যার বিশাল শব্দের সংগ্রহ।
  • অত্যন্ত গতি সম্পন্ন।

ডিকশনারি ইন্সটল করার ধারাবাহিক পদ্ধতিঃ

প্রথমেই এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করুন।
তারপর এই জিপ ফাইলটি ডাউনলোড করুন এখান থেকে।
ডাউনলোড করার পর BanglaDictionary জিপ ফাইলটি Extract করুন। এখন মোবাইলের মেমরি কার্ডে e2b নামের একটা ফোল্ডার তৈরি করুন। তারপর আনজিপ করা সেই ফাইলগুলো e2b ফোল্ডারে কপি করুন।
এবার পূর্বে ইন্সটল করা English-Bangla dictionary নামের অ্যান্ড্রয়েড এপসটি ওপেন করুন।
settings এ গিয়ে নিচের ছবির মতো চেক বক্স দুটোতে টিক চিহ্ন দিয়ে দিন।

offline data location নামের অপশনে গিয়ে /e2b নাম দিয়ে ok করুন।

এবার সেভ করে আপনার কাজ শেষ করুন। :D সার্চ বক্সে আপনার কাংখিত শব্দ লিখুন আর ফলাফল দেখুন নিমিষেই। :)

জিপ ফাইলে থাকা ইমেজগুলো যেভাবে হাইড করবেনঃ

e2b ফোল্ডারে এখন অনেকগুলো ইমেজ রয়েছে যা আপনার অ্যান্ড্রয়েড গ্যালারিতে দেখা যাচ্ছে যা বিরক্তিকর। তাই এই ইমেজগুলো গ্যালারিতে যেন না দেখা যায় অর্থাৎ এই ফোল্ডারটি গ্যালারি থেকে হাইড করতে হবে।
নোটপ্যাড ওপেন করে Save as type” option to All files (*.*) সিলেক্ট করুন। তারপর সম্পূর্ণ খালি নোট প্যাড ফাইলটি .nomedia নামে সেভ করুন। কোন সমস্যা হলে এই পোস্ট দেখুন।

এবার .nomedia ফাইলটি মেমরি কার্ডের e2b ফোল্ডারে কপি করুন। ব্যস কাজ শেষ। এখন গ্যালারিতে এই ফাইলগুলো আর দেখাবে না।

সিম্বিয়ান/জাভা মোবাইলের জন্য ডিকশনারিঃ

এই একই ডিকশনারিটি নোকিয়ার সিম্বিয়ান বা যে কোন জাভা মোবাইলে ব্যবহার করা যাবে। কিভাবে ব্যবহার করা যাবে তা বিস্তারিত জানুন এই পোস্টে।

কম্পিউটারের জন্য সেরা ডিকশনারিঃ

কম্পিউটারের জন্য সেরা ইংলিশ টু বাংলা ডিকশনারি ডাউনলোড করতে দেখুন এই পোস্ট।

গ্রাফিক্সের বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে ভিজিট করুন http://cf.ly/1YKV

জয়েন করুন

প্রযুক্তি টিম অফিসিয়াল ফ্যান পেজ।
প্রযুক্তি টিম অফিসিয়াল ফেসবুক গ্রুপ। di

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment