আমি একজন ব্লগার, সেই ২০১০ সাল থেকে ব্লগিং করে আসছি, টাকা উপার্জন করা কতটা কঠিন সেটা যে করে সেই জানে । ব্লগিং মানে সবাই জানে পোষ্ট লেখা, ব্লগে পাবলিশ করা, এস ই ও করা আর অ্যাডসেন্স থেকে আয় করা, কত সহজ ! কিন্তু একবার একটা পোষ্ট লিখতে কতটা কষ্ট করতে হয় সেটা যে লেখে সেই জানে । আজ শেয়ার করবো এস ই ও উপযোগী কনটেন্ট লেখা ।
কয়েক দিন আগে র্যাএন্ডি ফিস্কিনের একটা লেখা পড়ে জানতে পারলাম এস ই ও উপযোগী করে কনটেন্ট লিখতে পারলে ৮০% এস ই ও করা হয়ে যায় । তার মানে কী ওয়ার্ড একটু বেশী বেশী করে রাখতে হয় ।
শুরু করলাম স্ট্যাডি, প্রশ্ন বেরিয়ে আসলো মাথার খিলু থেকে...কোথাও বলা নেই কত পারছেন্ট কী ওয়ার্ড রাখতে হবে । তাহলে আমি কি ইচ্ছামতো কী ওয়ার্ড ব্যবহার করবো? না একটু গুগল ঘেঁটে নিলাম, আমার চোখ কপালে উঠে গেল, আমি কী ওয়ার্ড ব্যবহার করি ২%, আর কেউ কেউ বলল ২০%, ১০%, ৫% করে ব্যবহার করতে । যাহোক অনেক পড়ে শেষে নিজে বের করলাম সারমর্ম, চলুন লিখি ব্লগের জন্য এস ই ও উপযোগী আর্টিকেল বা কনটেন্ট ...
১. আমরা কী ওয়ার্ড ব্যবহার করবো ৩-৪% মানে ১০০ শব্দের মধ্য ৩ থেকে ৪ টা ।
২. কী ওয়ার্ড গুলো বোল্ড এবং ইতালিক করে দেব তবে সব গুলো নয়, এক থেকে ২ টি ।
৩. প্রথম ১৬০ শব্দের মধ্য কী ওয়ার্ড রাখবো ৩টি এবং প্রথম কী ওয়ার্ড অ্যাংকর টেক্সট করে দেবো ব্লগের অন্য পোষ্টের সাথে । এবং ৩য় কী ওয়ার্ড বোল্ড ও ইতালিক করে দেবো ।
৪. আর্টিকেলের বডিতে কী ওয়ার্ড গুলো ভেঙ্গে ভেঙ্গে ব্যবহার করবো । যেমন ধরুন, আমার নতুন ব্লগের কী ওয়ার্ড “make money” আমি এই কী ওয়ার্ড কে “make money online”,”online money”,”money online”,”earn money” ইত্যাদি রিলেটেড কী ওয়ার্ড এ ভেঙ্গে ভেঙ্গে ব্যবহার করবো ।
৫. যদি পোষ্টে ছবি ব্যবহার করি তবে তা অপ্তিমাইজ করে নেব ।
কয়েক দিন আগে র্যাএন্ডি ফিস্কিনের একটা লেখা পড়ে জানতে পারলাম এস ই ও উপযোগী করে কনটেন্ট লিখতে পারলে ৮০% এস ই ও করা হয়ে যায় । তার মানে কী ওয়ার্ড একটু বেশী বেশী করে রাখতে হয় ।
শুরু করলাম স্ট্যাডি, প্রশ্ন বেরিয়ে আসলো মাথার খিলু থেকে...কোথাও বলা নেই কত পারছেন্ট কী ওয়ার্ড রাখতে হবে । তাহলে আমি কি ইচ্ছামতো কী ওয়ার্ড ব্যবহার করবো? না একটু গুগল ঘেঁটে নিলাম, আমার চোখ কপালে উঠে গেল, আমি কী ওয়ার্ড ব্যবহার করি ২%, আর কেউ কেউ বলল ২০%, ১০%, ৫% করে ব্যবহার করতে । যাহোক অনেক পড়ে শেষে নিজে বের করলাম সারমর্ম, চলুন লিখি ব্লগের জন্য এস ই ও উপযোগী আর্টিকেল বা কনটেন্ট ...
১. আমরা কী ওয়ার্ড ব্যবহার করবো ৩-৪% মানে ১০০ শব্দের মধ্য ৩ থেকে ৪ টা ।
২. কী ওয়ার্ড গুলো বোল্ড এবং ইতালিক করে দেব তবে সব গুলো নয়, এক থেকে ২ টি ।
৩. প্রথম ১৬০ শব্দের মধ্য কী ওয়ার্ড রাখবো ৩টি এবং প্রথম কী ওয়ার্ড অ্যাংকর টেক্সট করে দেবো ব্লগের অন্য পোষ্টের সাথে । এবং ৩য় কী ওয়ার্ড বোল্ড ও ইতালিক করে দেবো ।
৪. আর্টিকেলের বডিতে কী ওয়ার্ড গুলো ভেঙ্গে ভেঙ্গে ব্যবহার করবো । যেমন ধরুন, আমার নতুন ব্লগের কী ওয়ার্ড “make money” আমি এই কী ওয়ার্ড কে “make money online”,”online money”,”money online”,”earn money” ইত্যাদি রিলেটেড কী ওয়ার্ড এ ভেঙ্গে ভেঙ্গে ব্যবহার করবো ।
৫. যদি পোষ্টে ছবি ব্যবহার করি তবে তা অপ্তিমাইজ করে নেব ।