দ্য বেঙ্গলি টাইমস ডটকম
একনাগাড়ে কম্পিউটারের সামনে বসে কাজ করলে ঘাড়, হাত, কব্জি এবং পিঠে ব্যথা হতে পারে। কিন্তু সকালের নাশতার সময় এক কাপ কফি খেলে এ ধরনের ব্যথার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দলের সমীক্ষায় এ তথ্য জানা গেছে। গবেষক দলটি দেখতে পেয়েছেন, একনাগাড়ে ৯০ মিনিট ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করলে ঘাড়, হাত, কব্জি এবং পিঠে ব্যথা হতে পারে। কিন্তু কাজের শুরুতে সমীক্ষায় অংশগ্রহণকারী যেসব স্বেচ্ছাসেবক কফি খেয়ে নিয়েছেন, তাদের এ ধরনের ব্যথা কম হয়েছে। গবেষণায় দেখা গেছে, কফিতে ক্যাফিন নামের একটি উপাদান থাকে এবং সামান্য পরিমাণ ক্যাফিনও শক্তিশালী বেদনানাশক হিসেবে কাজ করতে পারে। কফি নিয়ে গবেষণার এ ফলাফল ‘বিএমসি রিসার্চ নোট’ নামের সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
তথ্যসূত্র-
Shohan