সকলকে ঈদের শুভেচ্ছা,
ভালো থাকবেন ,ভালো থাকার চেষ্টা করবেন । মন খারাপ করে থাকলে কোনো লাভ নেই ,
তাতে শরীরের ক্ষতি ,তাই যে হালেই থাকন মন ভালো রাখার চেষ্টা করবেন ।
সম্প্রতি পুরনো বা দাগ পড়া সিডি-ডিভিডি পরিষ্কারের অভিনব কিছু কায়দা আবিষ্কার হয়েছে। শুনলে হাস্যকর মনে হবে কিন্তু বাস্তবে খুব কাজে দেবে এটি। সম্প্রতি ইয়াহু ব্লগে ভিডিও আকারে এমনই একটি টিউটোরিয়াল প্রকাশ পেয়েছে। এতে চারটি পদ্ধতিতে সিডি-ডিভিডি সচল করার কৌশল দেখানো হয়েছে। এর একটি পদ্ধতিতে বলা হয়, কলার ভেতরের অংশ দিয়ে সিডিতে কিছুক্ষণ ঘঁষতে হবে। এর পর পানি দিয়ে পরিষ্কার করে টিস্যু দিয়ে পানি মুছতে হবে। কিছুক্ষণ পর ডিভিডি প্লেয়ারে বা কম্পিউটারে প্রবেশ করালেই আগের মতো চলবে। এ পদ্ধতি সব ক্ষেত্রে না খাটলেও বেশির ভাগ ক্ষেত্রেই কার্যকর বলে জানানো হয় ব্লগে।
সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন
আমার ব্লগ
Famous Media
Get the latest technology news
ভালো থাকবেন ,ভালো থাকার চেষ্টা করবেন । মন খারাপ করে থাকলে কোনো লাভ নেই ,
তাতে শরীরের ক্ষতি ,তাই যে হালেই থাকন মন ভালো রাখার চেষ্টা করবেন ।
সম্প্রতি পুরনো বা দাগ পড়া সিডি-ডিভিডি পরিষ্কারের অভিনব কিছু কায়দা আবিষ্কার হয়েছে। শুনলে হাস্যকর মনে হবে কিন্তু বাস্তবে খুব কাজে দেবে এটি। সম্প্রতি ইয়াহু ব্লগে ভিডিও আকারে এমনই একটি টিউটোরিয়াল প্রকাশ পেয়েছে। এতে চারটি পদ্ধতিতে সিডি-ডিভিডি সচল করার কৌশল দেখানো হয়েছে। এর একটি পদ্ধতিতে বলা হয়, কলার ভেতরের অংশ দিয়ে সিডিতে কিছুক্ষণ ঘঁষতে হবে। এর পর পানি দিয়ে পরিষ্কার করে টিস্যু দিয়ে পানি মুছতে হবে। কিছুক্ষণ পর ডিভিডি প্লেয়ারে বা কম্পিউটারে প্রবেশ করালেই আগের মতো চলবে। এ পদ্ধতি সব ক্ষেত্রে না খাটলেও বেশির ভাগ ক্ষেত্রেই কার্যকর বলে জানানো হয় ব্লগে।
সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন
আমার ব্লগ
Famous Media
Get the latest technology news