১ম ও ২য় পর্বে আলোচনা করেছি 99designs এ কেমন করে Graphics Competition করতে হয় , কিভাবে লোগো বা ডিজাইন সাবমিট বা উইটড্র করতে হয় । আজকের শেষ পর্বে আমি অর্থ উতোলন ও 99designs এ win করার কিচ্ছু টিপ ও ট্রিকস নিয়ে আলোচনা করবো।
অর্থ উতোলন :
প্রতিযোগিতা শেষে বিজয়ী ডিজাইনার তার তৈরিকৃত ডিজাইনারের মূল ফাইল সাইটে আপলোড করে দেয়। আয়োজক কাজটি গ্রহণ করার সাথে সাথে পুরষ্কারের সম্পূর্ণ অর্থ ডিজাইনারের একাউন্টে জমা হয়ে যায়। মোট আয় ৫০ ডলারের অধিক হলেই ওয়েবসাইটটি থেকে ৪টি পদ্ধতির যে কোন একটি ব্যবহার করে অর্থ উত্তোলন করা যায়। পদ্ধতিগুলো হচ্ছে - পেপাল, অল্টারপে, মানিবুকারস এবং ওয়েস্টার্ন ইউনিয়ন। বাংলাদেশী ফ্রিল্যান্সারা মানিবুকারস এবং ওয়েস্টার্ন ইউনিয়ন পদ্ধতির মাধ্যমে সহজেই অর্থ উত্তোলন করতে পারবে।
টিপ ও ট্রিকস :
এখন 99designs এ win করার কিচ্ছু টিপ ও ট্রিকস নিয়ে আলোচনা করবো।
অর্থ উতোলন :
প্রতিযোগিতা শেষে বিজয়ী ডিজাইনার তার তৈরিকৃত ডিজাইনারের মূল ফাইল সাইটে আপলোড করে দেয়। আয়োজক কাজটি গ্রহণ করার সাথে সাথে পুরষ্কারের সম্পূর্ণ অর্থ ডিজাইনারের একাউন্টে জমা হয়ে যায়। মোট আয় ৫০ ডলারের অধিক হলেই ওয়েবসাইটটি থেকে ৪টি পদ্ধতির যে কোন একটি ব্যবহার করে অর্থ উত্তোলন করা যায়। পদ্ধতিগুলো হচ্ছে - পেপাল, অল্টারপে, মানিবুকারস এবং ওয়েস্টার্ন ইউনিয়ন। বাংলাদেশী ফ্রিল্যান্সারা মানিবুকারস এবং ওয়েস্টার্ন ইউনিয়ন পদ্ধতির মাধ্যমে সহজেই অর্থ উত্তোলন করতে পারবে।
টিপ ও ট্রিকস :
এখন 99designs এ win করার কিচ্ছু টিপ ও ট্রিকস নিয়ে আলোচনা করবো।
- ১ম আমি যে কথা টি আপনাদের বল তা হল আপনাদের নিজের উপর কনফিডেন্ট/সিরিয়াস হতে হবে। আমি ১ম এও বলেছি অনেকে ভাবেন Competition মানে , অনেকের মধ্যে বিজয়ী অনেক কঠিন ব্যপার । কিন্তু 99designs এ প্রতি দিন ২০০ বা ৩০০ প্রজেক্ট নিয়ে Competition হয়। তাই আপনার লোগো বা ডিজাইন ভালো মানের হয় তাহলে অবস্যই আপনার win করার চান্স ত্থাকে।
- আপনারা 99designs এ Recent winning designers নামে একটি বক্স থাকে , সেখান ত্থেকে winning designer দেখেন তারা কিধরনের ডিজাইন করে উইন হছে । তাদের designer কে ফোলো করে কিছু ভালো মানের ডিজাইন করে রাখেন।
- আপনি দেখবেন সাবমিট কৃতলোগো বা ডিজাইন এর উপর Cliant রেটিং করে থাকে। ফলে এসব ডিজাইন দেখে ভালো ডিজাইন করার মানিসিকতা তৈরী হয়।আপনারা যে ডিজাইন টি র রেটিং বেশী , তার চেয় ভালো মানের ডিজাইন তৈরী করার চেস্টা করেন।
- আর একটি ভালো Tip হচ্ছে আপনি ১ম সময় হয় তো ভালো লোগো বা ডিজাইন তৈরী করতে না পারেন , তাহলে প্রোফশনাল দের কাজ থেকে কিচ্ছু লোগো তৈরী করে নিন আমরা জানি বাংলাদেশ একটি ভালো লোগো বা ডিজাইন তৈরী করতে বেশি টাকা লাগার কথা না । মাত্র ৩০০ বা ৪০০ টাকায় ভালো লোগো বা ডিজাইন তৈরী করা যায়। এর পর দুই, একটি প্রজেক্ট এ উইন করলে আপিনি বড় একটি টিম নিয়ে কাজ করতে পারবেন।